সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

1 min read
অনলাইন ডেস্ক//  আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শরীয়তপুর প্রেস ক্লাব, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে সময় টিভির বার্তা প্রধানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও মানহানির প্রতিবাদে প্রতিবাদ সভা মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চ্যানেল আই প্রতিনিধি এসএম মজিবুর রহমান, শরীয়তপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি, দৈনিক মানবজমিন প্রতিনিধি শেখ খলিলুর রহমান, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি, এটিএন বাংলা, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি রোকনুজ্জামান পারভেজ, সাধারণ সম্পাদক, বাংলাভিশন টিভির প্রতিনিধি শহিদুজ্জামান খান, সহ-সভাপতি মোহনা টিভির প্রতিনিধি মাহবুবুর রহমান, সময় টেলিভিশনের প্রতিনিধি বিএম ইশ্রাফিল, চ্যানেল২৪ প্রতিনিধি নুরুল আমিন রবিন, শরীয়তপুর জার্নাল সম্পাদক অ্যাডভোকেট মো. মুরাদ হোসেন মুন্সী, শরীয়তপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির প্রতিনিধি মো. ছগির হোসেন, সাধারণ সম্পাদক ডিবিসির প্রতিনিধি রাজিব হোসেন রাজন, যমুনা টেলিভিশনের প্রতিনিধি এসএম শাকিল, ডামুড্যা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নান্নু মৃধা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এশিয়ান টিভির প্রতিনিধি মো. ফারুক মোল্লা, ঢাকা পোস্ট এর শরীয়তপুর জেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, কালবেলা জেলা প্রতিনিধি মিরাজ সিকদারসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের স্পর্শকাতর বিষয়ের সুরক্ষায় ডিজিটাল নিরাপত্তা আইন করা হলেও তার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন সাংবাদিকরা। রংপুরে দায়ের করা হয়রানিমূলক মামলায় রাজধানীর বিভিন্ন থানা থেকে মুজতবা দানিশকে যেভাবে হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। এর ফলে সাংবাদিক ও পুলিশের মধ্যে এক ধরনের অবিশ্বাসের পরিস্থিতি তৈরি হবে। দেশে বিভিন্ন জেলায় সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের হয়রানিমূলক তৎপরতা বন্ধের পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইনে থাকা সাংবাদিক নির্যাতনে অপব্যবহার হতে পারে এমন ধারাগুলো বাতিলের জোর দাবি জানানো হয় মানববন্ধনে।
২০২২ সালের ৮ আগস্ট ‘রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক সামসুল হকের বিরুদ্ধে ফলাফল জালিয়াতির অভিযোগ, তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন’ শিরোনামে সময় টিভিতে খবর প্রকাশিত হয়। পরে ২০২২ সালে ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুরের ব্যুরো প্রধান রতন সরকারের বিরুদ্ধে মামলা করা হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.