নারায়ণপুরে জমি নিয়ে বিরোধের জেরে অসহায় নারীকে মারধর
অনলাইন ডেস্কঃ
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণ পুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে অসহায় নারীকে কিশোর গ্যাং হামলা করে মারধর করেন, একই এলাকার বখাটে (রাজু হাওলাদার ২৮, রাসেল হাওলাদার ৩০, ও ফারুক হাওলাদার ৪৫) ।
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার নারায়ণ পুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ঠাকুরতা কান্দি গ্রামে মোঃ মিন্টু হাওলাদারের বাড়িতে সরজমিনে গিয়ে যানা যায়, মোঃ মিন্টু হাওলাদারের স্ত্রী শিরীন সুলতানা (৩৫) এক নং আসামি মোঃ রাজু হাওলাদার, মিন্টু হাওলাদারের মোটরসাইকেল চুরির উদ্দেশ্যে নাড়াচাড়া করতেছিলো।
এলাকা সূত্রে জানা যায়, রাসেল হাওলাদার (৩০) কিশোর গ্যাংয়ের সদস্য, একাধিক মানুষের সাথে কথা বলে আরো জানা যায়, রাসেল হাওলাদার (৩০) সমাজের বিভিন্ন সাধারণ মানুষের খারাপ আচরণ করেন।
মোটরসাইকেল নাড়াচাড়া করা নিষেধ করা শিরীন সুলতানা বলেন, আমি মোটরসাইকেল নাড়াচাড়া না করার জন্য নিষেধ করি,সে জন্য রাজু হাওলাদার আমাকে অকাট্য বাসায় গালাগালি করে।
সে জন্য রেগে এসে আমাকে এলোপাতাড়ি চর থাপ্পর মারে।
আমি চেয়ারম্যান ও সুশীল সমাজের কাছে সঠিক বিচার চাই।
সংবাদ সম্পর্কে আপনার মতামত