জাজিরায় এক ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু, কপালে ক্ষত পাওয়া গেছে

অনলাইন//  শরীয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যাংক কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁকে ঘরের ভেতর পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর কপালে ক্ষতচিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসক।

মিঠু মৃধা (৩৫) নামের ওই ব্যক্তি ন্যাশনাল ব্যাংক কাজীরহাট শাখায় কর্মরত ছিলেন। তিনি বরিশালের গৌরনদী উপজেলার শরিকল গ্রামের আবদুল মান্নান মৃধার ছেলে। তিনি কাজীরহাট বাজার এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জাজিরা থানা ও ন্যাশনাল ব্যাংক সূত্র জানায়, মিঠু ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ওই শাখায় কাজ করছেন। তিনি ব্যাংকের পাশে একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। আজ সকালে প্রতিবেশীরা জানালা দিয়ে তাঁকে ঘরের ভেতর পরে থাকতে দেখেন। তখন বিষয়টি ব্যাংকের অন্য কর্মকর্তাদের জানানো হয়। তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ঘটনাটি জাজিরা থানার পুলিশকে জানানো হয়। পুলিশ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ন্যাশনাল ব্যাংকের কাজীরহাট শাখার ব্যবস্থাপক আবু তৌহিদ খান বলেন, মিঠু রোববার বাসায় একা ছিলেন বলে শুনেছেন। সকালে তাঁর এ অবস্থার কথা শুনে ছুটে আসেন। তখনো তিনি বেঁচে ছিলেন। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হোসেন বলেন, ওই ব্যাংক কর্মকর্তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁর কপালে একটি গভীর ক্ষতচিহ্ন ছিল। হাত ও পায়েও আঘাতের দাগ রয়েছে।

জাজিরা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বলেন, ব্যাংক কর্মকর্তার মৃত্যুর কারণটি এই মুহূর্তে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রকৃত কারণ জানা যাবে। আর ঘটনাটি তাঁরা তদন্ত করছেন। পরিবার থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি।

সংবাদসুত্র// প্রথম আলো

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.