পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

1 min read

অনলাইন//  ২৯ জুলাই ২০২৩ তারিখে জাজিরা উপজেলা পরিষদ মিলনায়তনে  পদ্মা সেতু সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বন্ধে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভার আয়োজন করে জাজিরা উপজেলা প্রশাসন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীয়তপুর; চেয়ারম্যান, উপজেলা পরিষদের, জাজিরা; উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, নৌ-পুলিশ, কোস্টগার্ড, র‍্যাব, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,পদ্মা সেতু সংলগ্ন জাজিরা প্রান্তের জনসাধারণ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
মতবিনিময় সভায় আগত অতিথিবৃন্দ জাজিরাপ্রান্তে পদ্মা সেতু সংলগ্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজারে বালি উত্তোলন প্রতিরোধে করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং সকলের সম্মিলিত প্রয়াসে এ স্থান হতে বালি উত্তোলন বন্ধে একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শরীয়তপুর।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.