মাদারীপুরে পানি উন্নয়ন বোর্ডের নদী খননের কাজে ব্যবহারীত ড্রেজার ডুবে তিন জনের মৃত্যু

1 min read

ডেক্স রিপোর্টঃ

মাদারীপুর জেলা শিবচরে আড়িয়াল খাঁ নদী খননের কাজে ব্যবহারীত আনলোডিং ড্রেজার ডুবে তিন শ্রমিক নিহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায় (১০ জুলাই) সোমবার তিনটায় দিকে,মাদারীপুর জেলার শিবচরের নিলখী ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণধীন আড়িয়াল খাঁ নদীর খনন কাজের বঙ্গ গ্রুপের ব্যবহারীত আনলোডিং ড্রেজার জেবা- সনথিয়ার নিয়োজিত শ্রমিক মোঃ আলাউদ্দিন সরদার (৫০) পিতাঃ সিরাজুল নাজির ,গ্রামঃ আমপুর, থানাঃ তুলার হাট, জেলাঃ ভোলা, মোঃ একরামুল (২৩) পিতাঃ ফজলুর হক,শিবদুই তারী, উপজেলাঃ কাউনিয়া, জেলাঃ রংপুর। মোঃ ইছাহাক (২৮) পিতাঃ আফজাল, সাং-লাহরীয়া, উপজেলাঃ লোহাগাড়া, জেলাঃ নড়াইল।


এ বিষয়ে জানতে পেয়ে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই বিকাশ সরকার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দেখে উদ্ধতম কর্মকর্তাদের জানান ,এক পর্যায়ে নিলখী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান শিকদার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজে সহযোগিতা চান স্থানীয় ডুবুরি শিবচরের ,মৃত্যু নিয়ামত এর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেনের কাছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে ডুবে যাওয়া আনলোডিং ড্রেজারের ভিতর থেকে উদ্ধারের জন্য নিজের ব্যবহারীত যন্ত্রপাতি নিয়ে ডুবে যাওয়া আনলোডিং ড্রেজারের ভিতর চলে যায় এর পর উদ্ধার কাজ শুরু করে,প্রথমে দুই জন,পরে আরো একজনের মৃতদেহ উদ্ধার ।

ঘটনার বিষয়ে সাংবাদিক মীর ইমরান শিবচরের ফায়ার সার্ভিসকে জানালে মাদারীপুরের রাজৈর উপজেলা নৌবন্দরে ডুবুরি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এ বিষয়ে শিবচরের নিলখীর, কলাতলা নৌপুলিশ ফারীর ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন আড়িয়াল খাঁ নদীর খনন কাজের ব্যবহারীত আনলোডিং ড্রেজারের ডুবে গেলে এর ভিতর থাকা তিনজন শ্রমিক ঘুমান্ত অবস্থায় ছিল ,এর পর ডুবুরী তিন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় ডুবুরী মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আনলোডিং ড্রেজারের ভিতর দুই কেভিনের ভিতরে ঢুকে প্রথমে দুই জনকে মৃত ,পরে আরো একটি কেভিনের ভিতর থেকে একজনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করি , তবে ভিতরে আরো কোন লাশ নেই ।
এ ঘটনার বিষয়ে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ সানাউল কাদের খাঁনের সাথে বার বার মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.