শরীয়তপুরের নতুন জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ
ডেস্ক রিপোর্ট// শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে পুনরায় রদবদল করা হয়েছে। তাই নতুন করে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপসচিব মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ।
১৩ জুলাই বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক শরীয়তপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের একান্ত সচিব (পিএস) আরিফুজ্জামানকে। তবে সে এখন ভোলা জেলার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন।
গত ৬ জুলাই তাকে শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। পরবর্তী আদেশে তাকে ভোলার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোঃ গোলাম মাওলাকে নওগাঁর জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে গাইবান্ধার জেলা প্রশাস হিসেবে বদলি করা হয়েছে। ভোলার জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদকে শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। আর শরীয়তপুরের ডিসি আরিফুজ্জামানকে ভোলার জেলা প্রশাসক করা হয়েছে।
মুহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েরর অধীন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মহা ব্যবস্থাপক (জিএম), প্রশাসন ও মানব সম্পদ (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব পদে কর্মরত ছিলেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত