“শরীয়তপুর অতীত ও বর্তমান” বইয়ের তৃতীয় সংস্করনের মোড়ক উন্মোচণ

স্টাফ রিপোর্টার//  
২২ জুলাই  ঢাকার অষ্টব্যঞ্জন রেষ্টুরেন্টে শরীয়তপুর জেলার হালনাগাদ তথ্যাদি নিয়ে শরীয়তপুর অতীত ও বর্তমান বইয়ের তৃতীয় সংস্করনের মোড়ক উন্মোচন করা হয়েছে।  শরীয়তপুর জেলাবাসী  বিশিষ্ট লেখক আবদুর রব শিকদার প্রণীত শরীয়তপুর অতীত ও বর্তমান  ১৯৯৩ সালে প্রকাশিত হয়  পুস্তকটিকে ২০০৭ সালে দ্বিতীয়বার এবং চলতি ২০২৩ সালে তৃতীয় বারের মতো প্রকাশ করা হলো।

প্রথম সংস্করণ প্রকাশকাল ১৯৯৩
দ্বিতীয় সংস্করণ: প্রকাশ কাল ২০০৭

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক আবদুর রব শিকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ সীমন, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল; আবদুস সোবহান মাতবর প্রাক্তন ডিজিএম, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন; প্রফেসর ওয়াজেদ কামাল, অধ্যক্ষ, গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজ শরীয়তপুর, ঢাকাস্থ শরীয়তপুর লেখক পরিষদের সভাপতি কবি মিজানুর রহমান গ্রামসি, সাধারণ সম্পাদক রোকন রেহান, লেখক মোঃ মজিবর রহমান; মোঃ শাহাদাত হোসেন লিটন, ম্যানেজার সেলস, নেসলে বাংলাদেশ; জনাব মোঃ আঃ সাত্তার, বিশিষ্ট সমাজসেবক, কুচাইপট্টি, গোসাইরহাট ও ফয়সাল মাহমুদ রনি, জিএম, বিকাশ প্রমুখ।

শরীয়তপুর অতীত ও বর্তমান তৃতীয় সংস্করণ: প্রকাশকাল ২০২৩

১৬ পৃষ্ঠা রঙ্গিন  সহ ৬৭২ পৃষ্ঠার (৪২ ফর্মা) অফসেট কাগজে ছাপা বইটিতে শরীয়তপুর জেলার মানুষের দেশ স্বাধীনের পর হতে সকল ক্ষেত্রেই যে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে তার বিস্তৃত বিবরণ উল্লেখিত রয়েছে।

এ পুস্তকে শরীয়তপুর জেলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, এক বিশ্ববিদ্যালয় ও ১৭ কলেজের প্রতিষ্ঠাতাগণ, প্রথম অধ্যক্ষ ইত্যাদি, স্বাস্থ্য, যোগায়োগ, সাহিত্যে অবদান, রাজনৈতিক আন্দোলন, প্রশাসন,বিচার ব্যবস্থা, মন্ত্রী মর্যাদার ব্যক্তিত্ব, খানবাহাদুর, রায়বাহাদুর, খানসাহেব, রায়সাহেব,বীর উত্তম, বীর প্রতীক, পদ্ম শ্রী খেতাব প্রাপক গণ,
, ১৯১৯ সাল হতে এ জেলার পার্লামেন্ট সদস্যগণ, বিচার বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্টের এডভোকেট,
ব্যারিষ্টার, বিভিন্ন শিল্পপতি, শিক্ষানুরাগী, ব্যাংকার, বিমাবিদ, সাবেক ও বর্তমান সচিবগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তাদের নামের তালিকা, বিসিএস প্রশাসনে কর্মকর্তাগণ, বিসিএস অডিট এন্ড একাউসন্টস সার্ভিসের কর্মকর্তা গণ, বিসিএস শিক্ষা সার্ভিসের কর্মকর্তা, অধ্যাপকগণ, উচ্চ পদের বিভিন্ন কর্মকর্তা, ব্যাংকের উচ্চপদস্থ গণের নাম, পুলিশ বিভাগের সাবেক ও বর্তমান কর্মকর্তা, এ পর্যন্ত শরীয়তপুরে  চাকরি করা সকল ডিসি, এসপি গণের তালিকা, জেলা পরিষদ কার্যাবলী, সব কয়টি উপজেলার চেয়ারম্যান, ইউএনও গণের তালিকা, শহীদ মুক্তিযোদ্ধাগণের নাম, সকল লেখক কবিগণের নাম, শরীয়তপুরের সাংবাদিকতার ইতিহাস, গণমাধ্যম ব্যক্তিত্ব, মুক্তিযুূ্দ্ধে ভূমিকা, ২২৩ জন বিশিষ্ট শরীয়তপুরের অধিবাসীর জীবনী, ৬ উপজেলায় পাঁচ পৌরসভার মেয়র সহ বিবরণ, ৬৪ টি ইউনিয়ন কাউন্সিলের সকল গ্রামের নাম, লোকসংখ্যা, সাবেকও বর্তমান চেয়ারম্যান ও বিশিষ্ট জনের নাম সহ বহু খুটিনাটি গুরুত্বপূর্ণ তথ্য এ বিশাল পুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে।  বইটির প্রচ্ছদ অঙ্কন করেছেন প্রকৌশলী আমিনুলন হাসান বুলবুল।

লেখক আবদুর রব শিকদার তার এ প্রকাশনা সম্পর্কে বলেন, জীবনের অন্তিমকালে আমার প্রিয় জেলার মানুষের জন্য এমন এক পুস্তক উপহার দিয়ে গেলাম যাতে জেলার এমন কোন গুরুত্বপূর্ণ তথ্য নেই যা বাদ পড়েছে বলে মনে করি। এমন এক পুস্তক আমার জেলাবাসীর হাতে উপহার দিতে পেরে আমার এ ছোট্ট জীবন পরিপূর্ণতায় ভরে গেছে । এজন্য মহান আল্লাহর কাছে শোকরিয়া গুজার করছি। এমন এক কঠিন কাজ আমার শারীরিক অসুস্থতার মাঝেও সম্পন্ন করা কঠিনতর হতো যদি না আমি কতিপয় পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সম্মানীত তথ্য সহযোগীর সহায়তা না পেতাম। আপনাদের এরূপ মহান অবদান আমি শ্রদ্ধায় স্মরণ করি।

বইটি শিগগিরই ঢাকা ও শরীয়তপুরের সদর ও উপজেলার নির্দ্রিষ্ট লাইব্রেরিতে সুলভ মূল্যে পাওয়া যাবে যার নাম পরে জানাচ্ছি।
বইটি নিয়ে প্রকাশনা অনুষ্ঠান করার ইচ্ছাও আমাদের রয়েছে।
শরীয়তপুর জেলার বিশিষ্ট ব্যক্তিদের অভিমত  শরীয়তপুরের নানা তথ্য নির্ভর পুস্তকটি পাঠকদের তৃষ্ণা মিটাবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.