শরীয়তপুরে ভাষা সৈনিকদের সম্মাননা ও মেধাবী শিক্ষার্থীদের চেক দিলেন জেলা পরিষদ

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুরে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে অংশগ্রহণকারী বিপ্লবী ভাষা সৈনিকদের সম্মাননা স্মারক সহ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

এসময় শরীয়তপুর জেলা পরিষদ প্রাঙ্গনে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণার, বিজয় মঞ্চ, লাভ গার্ডেন এবং ফুলঝুড়ি চত্ত্বরের শুভ উদ্বোধন করা হয়।

১২ জুলাই বিকেল সাড়ে তিনটায় শরীয়তপুর জেলা পরিষদ প্রাঙ্গনে এ সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়।

শরীয়তপুর জেলা পরিষদ জেলার ১শ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে চেক এবং ১০ জন ভাষা সৈনিককে সম্মাননা স্মারক প্রদান করেন।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মনিরুল ইসলাম এর সঞ্চলনায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ এবং সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ মন্ত্রী জননেতা এ. কে. এম এনামুল হক শামীম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হোসেন অপু এমপি, শরীয়তপুর জেলা প্রশাসক মো:পারভেজ হাসান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, বেসরকারী বাণিজ্যিক প্রতিষ্ঠান বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান আহাদ মিয়া, শরীয়তপুর পৌরসভার মেয়র এ্যাডভোকেট পারভেজ রহমান জন, জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল হক এবং সিভিল সার্জন ডাঃ আবদুল হাদী মোহাম্মদ শাহ পরান।

চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ সচিব) মোঃ শামীম হোসেন।

এ সময় জেলা পরিষদের সকল কর্মকর্তা এবং সদস্য, ভাষা সৈনিক বৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.