ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসকের জরুরী সভা
অনলাইন// আজ ১৩ জুলাই ২০২৩ তারিখ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় আগত অতিথিবৃন্দ শরীয়তপুর জেলায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক ও পারিবারিকভাবে সকলকে সচেতন হবার আহ্বান জানানোয় হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানানো হয়।
অপরিছন্ন স্থান, ডেঙ্গুর লার্ভা যুক্ত স্থানসমূহ পাওয়া গেলে, উক্ত স্থানসমূহের মালিক/কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের আওতায় আনা হবে জানিয়ে জনসাধারণের প্রতি নিম্নোক্ত নির্দেশনা জারি করা হয়।
১ নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন।
২. প্রত্যেক অফিস প্রাঙ্গণ পরিষ্কার পরিছন্ন রাখুন।
৩. ফুলের টব, টায়ার, এসির পানি, ছাদের কার্নিশ, ডাবের খোসা ইত্যাদি স্থানে পানি জমা হলে দ্রুত পরিষ্কার করে ফেলুন।
৪. কোন অবস্থায় কোথাও তিন দিনের বেশি পানি জমা থাকবে না।
৬. মোজা পুকুর, ড্রেন ইত্যাদি মশকপ্রবণ স্থান চিহ্নিত করে মশকমুক্ত করতে হবে।
৭. মশারি টানিয়ে ঘুৃমাতে হবে
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর।
সংবাদ সম্পর্কে আপনার মতামত