প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় নড়িয়া-সখিপুরে গণসংযোগ ও পথসভা – ডা. খালেদ শওকত আলী

1 min read

ডেক্স রিপোর্টঃ

শরীয়তপুর জেলার সখিপুর বাজারে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে আওয়ামী লীগ সরকারের নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের উন্নয়ন তুলে ধরে গণসংযোগ ও পথসভা করেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে সখিপুর বাজার এলাকায়, ব্যবসায়ীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ, সরকারের অভূতপূর্ব উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ ও গনসংযোগ ও পথসভা করেন।গণসংযোগ ও পথসভার শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বাংলাদেশের উন্নয়নকে অব্যহত রাখতে দ্বাদশ সংসদ নির্বাচনে সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারো সরকার গঠনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান যানন।

এসময় তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান  শেখ ফজলে শামস পরস ও বাংলাদেশ যুবলীগের পক্ষ থেকে বলতে চাই, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ৩০০ আসনের মনোনয়ন চূড়ান্ত হয়ে গেছে। আর ৩০০ আসনে প্রার্থী মাননীয় জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন দিবে আমরা নৌকার পক্ষে তাকেই ভোট দিয়ে জয় যুক্ত করবো ইনশাআল্লাহ্। এসময় ডা.খালেদ শওকত আলীর ডাকে, সখিপুর থানার আটটি ইউনিয়ন থেকে হাজার হাজার জনগণ যাদের নেতৃত্বে গনসংযোগে উপস্থিত হন। ,সখিপুর ইউনিয়ন থেকে সেকুল সরকার, জিয়াউল হক উকিল, মাস্টার সোবহান, মুরাদ বেপারী,হারুন মালত। চরসেনসাস ইউনিয়ন থেকে শাহেদ বালা, ইমন ছৈয়াল, মেহেদী হাসান, মামুন হাওলাদার। চরবাগা ইউনিয়ন থেকে মাইনুদ্দিন লস্কর, মাস্টার মতিউর রহমান, তৌহীদ বকাউল। উত্তর তারাবুনিয়া ইউনিয়ন থেকে হানিফ আসামি, স্বপন মাঝি,ছালে আহমদ সরকার। দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন থেকে আহমেদ হামিদ মাস্টার, মানিক শেখ, ফারুক বেপারী, জামাল মাল। চরকুমাইরা ইউনিয়ন থেকে ফয়সাল মোল্লা, দেলোয়ার মোল্লা, আহমাদুল্লাহ মোল্লা। ডি এম খালী ইউনিয়ন থেকে শরফুদ্দিন ঢালী, লাল মিয়া মুন্সি, মাহবুব গোলদার, মান্নান গাজী, রুকন মাহমুদ। আরশীনগর ইউনিয়ন থেকে হারুন ছৈয়াল, জালাল মাদবর। তাদের নেতৃত্বে হাজার হাজার নেতা কর্মী ডা. খালেদ শওকত আলীর, গনসংযোগে সখিপুর বাজার আসেন। এবং নড়িয়া উপজেলা থেকে হাজারো নেতাকর্মী যোগদেন এই গণসংযোগে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.