শোক দিবস উপলক্ষে পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা
শ্রী সমীর চন্দ্র শীল// শরীয়তপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের অন্যান্য সদস্যদের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট শরীয়তপুর এর যৌথ আয়োজনে মঙ্গলবার (১৫ই আগষ্ট) সন্ধ্যার পর পালং হরিসভা জেলা কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রার্থনা ও আলোচনা সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট শরীয়তপুরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার সাবেক সভাপতি বিমল কৃষ্ণ অধিকারী, শ্যামসুন্দর দেবনাথ, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি শংকর প্রসাদ চৌধুরী, সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষ রানা, পালং হরিসভা মন্দিরের সভাপতি অনিক ঘটক চৌধুরী, সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সমীর চন্দ্র শীল, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা শাখার সভাপতি সৈকত ভট্টাচার্য, সাধারণ সম্পাদক রুপক চক্রবর্তী সহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ শরীয়তপুর জেলা ও তার আওতাধীন বিভিন্ন উপজেলার সাথে নেতৃবৃন্দ।
আলোচনা সভার সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ ঘোষ ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোবিন্দ দত্ত।
আলোচনা সভা শেষে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন শংকর প্রসাদ চৌধুরী। প্রার্থনা উপস্থিত সকলে জোড়হাত করে পরম করুনাময় সৃষ্টিকর্তার নিকট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের যারা ১৫ই আগষ্ট নিহত হয়েছেন তাদের সকলের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত