জাতীয় শোক দিবসে ডামুড্যায় বিভিন্ন কর্মসূচী

1 min read

অনলাইন// জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শরীয়তপুরের ডামুড্যায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডামুড্যা উপজেলা প্রেসক্লাব ও আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এরপর ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডামুড্যা উপজেলা প্রেসক্লাব, ডামুড্যা থানা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। তার পর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভার আগে ১৫ আগষ্টের শহীদের আত্নার শান্তি কামনায় এক মিনিট নিরাবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, ডামুড্যা উপজেলা প্রসাশনের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত বক্তব্য ও রচনা প্রতিযোগিতার জন্য বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝী, উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, অতিরিক্ত পুলিশ সুপার ও গোসাইরহাট সার্কেল মোঃ আবু সাঈদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, সরকারি আব্দুর রাজ্জাক কলেজ অধ্যক্ষ সায়েদুল হক মোল্লা, উপজেলা ভূমি কর্মকর্তা সবিতা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শরীফুল আলমসহ অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.