নড়িয়ায় আউশ ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত।
1 min readবিশেষ প্রতিনিধি //
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় আউশ ধান বীজ উৎপাদন প্রদর্শনীর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় আজ সোমবার বিকেলে নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের সুরেশ্বর গ্রামে ব্রিধান-৮২ এর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিস আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) আবুল হোসেন মিয়া।
নড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে মাঠ দিবসে বক্তব্য রাখেন, জেলা উদ্বিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল হোসেন মিয়া।
এ সময় জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জানান, আউশের ব্রিধান-৮২ জাতের বীজ উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি বীজ সংরক্ষণে ব্যাপক ভুমিকা পালন এবং তৎপর রয়েছে কৃষি অফিস।
এ সময় অনুষ্ঠানে ৫০ জন কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত