ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত
ডেক্স রিপোর্ট//
স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী।
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছে দিনটি। দিবস উপলক্ষে ডামুড্যা উপজেলায় শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক এমপি মহান আল্লাহর দরবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করেন।
শুক্রবার ২৫(আগস্ট ১০টায় ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়ন জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহাপাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ গ্রহণে দলের ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল,
সৈয়দ ইকবাল হোসেন ওসমান,আব্দুর রহমান বাবলু সিকদার, সাধারন সম্পাদক, ডামুড্যা উপজেলা আওয়ামী
এডঃ হানিফ মিয়া, আইন বিষয়ক সম্পাদক, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ। বোরহান উদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ।
গোলাম মাওলা রতন, চেয়ারম্যান, ধানকাটি ইউনিয়ন পরিষদ ।
আব্দুর রশিদ গোলন্দাজ, ভাইস চেয়ারম্যান, ডামুড্যা উপজেলা পরিষদ। আব্দুর রাজ্জাক বেপারী, ধর্ম বিষয়ক সম্পাদক, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ। আলহাজ্ব রিপন দপ্তরি, সদস্য, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ ।ডামুড্যা উপজেলা ধানোকাঠি ইউনিয়ন সকলস্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শরীয়তপুর ৩ আসন সদস্য নাহিম রাজ্জাক এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ রাসেল, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
তিনি আরো বলেন, মূলত, ‘৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।
আলোচনা সঞ্চালনায় আলী আজগর কাজী শেষে বাদ জুম্মা অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষের মাঝে খাদ্য বিতরণ ও গণভোজ বিতরণ করা
সংবাদ সম্পর্কে আপনার মতামত