ভেদরগঞ্জ উপজেলা নারায়নপুর ইউনিয়ন জাতীয় শোক দিবস পালিত

1 min read

ডেক্সি বোর্ড //

স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনা করে নারায়নপুর বাজার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

২৫আগস্ট শুক্রবার ২০২৩ মাগরিব বাদ ভেদরগঞ্জ উপজেলা নারায়নপুর ইউনিয়ন, নারায়নপুর বাজার জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজাহিদুর রহমান মাঝী এর সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন মাদবর এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি ।
বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সভাপতি বাবু অনল কুমার দে, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মিন্টু হাওলাদার, সহ-সভাপতি আঃ জব্বার রাড়ি, , সাধারণ সম্পাদক, আব্দুর মান্নান হাওলাদার ,সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সালাউদ্দিন মাতব্বর চেয়ারম্যান নারায়ণপুর ইউনিয়ন  ও দলের অঙ্গ সংগঠন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ জামান হোসেন রাড়ী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (হারুন বেপারী ) ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি মুন্না সিকদার, সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন বাবু, প্রমুখ ।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপদগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকান্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ রাসেল, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্তা স্ত্রী আরজু মনি এবংআবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিল সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুইকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
,শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে বলেন, মূলত, ‘৭৫ এর ১৫ আগস্ট থেকেই বাংলাদেশে এক বিপরীত ধারার যাত্রা শুরু হয়। বেসামরিক সরকারকে উৎখাত করে সামরিক শাসনের অনাচারী ইতিহাস রচিত হতে থাকে। সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া ।

অনুষ্ঠান শেষে বাদ এশা অসচ্ছল, এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.