শরীয়তপুর ম্যাথ সার্কেল এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা

1 min read
প্রেস বিজ্ঞপ্তি// শরীয়তপুর জেলাস্থ সংগঠন শরীয়তপুর ম্যাথ সার্কেল এর দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা হয়েছে।
শরীয়তপুর জেলাবাসী শিক্ষার্থীগণ যারা দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত রয়েছে তাদের সমন্বয়ে এ কমিটি করা হয়েছে।
জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঊযোও ইউনিভার্সিটি (চায়না), জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় ও কলেজ, ভিগনান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (ভারত) এর সাবেক ও বর্তমান গনিত প্রেমী শিক্ষার্থীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
ক্লাবটির সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা ও জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ডি এম জাহিদুল ইসলাম , সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৬ তম ব্যাচের শিক্ষার্থী লাবন্য।  ট্রেজারের দায়িত্বে আছেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী মনকার আবেদীন  সহ অন্যান্য শিক্ষার্থীগণ।
বর্তমানে ক্লাবটির উপদেষ্টা কমিটির প্রধান হিসাবে আছেন প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম, মাননীয় ভাইস চ্যান্সেলর, জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং অনান্য উপদেষ্টাবৃন্দ জনাব হযরত আলী, প্রফেসর, ফলিত গনিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। জনাব মাহফুজুর রহমান এসিস্ট্যান্ট প্রফেসর (গনিত) ও চেয়ারম্যান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। জনাব মুহাম্মাদ আফসার উদ্দিন এসিস্ট্যান্ট প্রফেসর, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। জনাব সনেট কুমার সাহা এসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইন্জিনিয়ারিং বিভাগ। জনাব মোতালেব মিয়া, এসিস্ট্যান্ট প্রফেসর, শহীদ সিরাজ সিকদার ডিগ্রি কলেজ
শরীয়তপুরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করে পরিলক্ষিত হয় মূলত গণিতের প্রতি ভীতি এবং দুর্বোধ্য মনে হওয়ার কারনে পরবর্তী সময়ে বিজ্ঞানের বিষয়গুলোতে পড়াশোনার ব্যাপারে তারা আগ্রহ হারিয়ে ফেলে। তাই গণিত কে সহজভাবে সবার কাছে তুলে ধরে গণিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য কতগুলো কার্যক্রম নিয়ে ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে।
শরীয়তপুর ম্যাথ সার্কেল এর মূল উদ্দেশ্য কে বাস্তবায়নের জন্য প্রথম লক্ষ্য শতভাগ শিক্ষার্থীদের অলিম্পিয়াড সম্পর্কে সাধারণ ধারণা প্রদান এবং আগ্রহী করে তুলতে ব্যাপক ভাবে ক্যাম্পইন করা এবং পর্যাপ্ত ম্যাথ ক্যাম্পের আয়োজন করা।
প্রতিটি প্রতিষ্ঠান থেকে জাতীয় এবং আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টির মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে শরীয়তপুর কে সমুন্নত করাই ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.