শরীয়তপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বিষয়ক কর্মশালা ও নমুনা পরীক্ষা অনুষ্ঠিত
1 min readপ্রেস বিজ্ঞপ্তি// শরীয়তপুর জেলায় উচ্চ শিক্ষার হার বৃদ্ধি করার লক্ষ্যে “নলেজ শেয়ারিং ও মোটিভেশনাল প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে।
২২ জুন বৃহস্পতিবার ” শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে ২২ জুন, ২০২৩ ইং তারিখে কর্মশালা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা সমিতি রাজশাহী সম্মিলিতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় , রাজশাহী প্রকৌশল, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন।
কর্মশালার মাধ্যমে একাদ্শ-দ্বাদশ শ্রেনির ছাত্রছাত্রীদের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় চান্স পাওয়ার জন্য উৎসাহ প্রদান ও সঠিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
কুরআন তেলাওয়াত ও সংগঠন সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের আলাদা করে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান ও উৎসাহ মুলক বক্তব্য প্রদান করা হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষা প্রস্তুতি হিসেবে একটি নমুনা পরিক্ষা নেয়া হয়। নমুনা পরিক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারিদের পুরস্কার বিতরণ করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন উর রশিদ ও অন্যান্য শিক্ষকবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদানের মাধ্যমে সেমিনারটি সম্পন্ন হয়।
সেমিনার সফলভাবে সম্পন্ন করার জন্য আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছে শরীয়তপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ” স্বপ্নযাত্রা ফাউন্ডেশন” এবং “শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর” উপদেষ্টা মণ্ডলীর সদস্যগন।
“শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী ” এর আগেও শরীয়তপুরে বিভিন্ন স্কুল-কলেজে ১২ টি “নলেজ শেয়ারিং ও মোটিভেশনাল প্রোগ্রাম” আয়োজন করে। ২০১৬ ও ২০১৮ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ , ২০১৬ সালে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও তুলাসার গুরূদাস সরকারি উচ্চ বিদ্যালয় ; ২০১৭ ও ২০১৯ সালে শামসুর রহমান কলেজ ; ২০১৭ সালে এম এ রেজা ডিগ্রি কলেজ; ২০১৮ সালে বি কে নগর বঙ্গবন্ধু কলেজ ও হাজী শরীয়তউল্লাহ কলেজ; ২০১৬ ও ২০১৮নড়িয়া সরকারি কলেজ; এবং ২০১৯ সালে পুর্ব মাদারীপুর কলেজে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে।
উচ্চ শিক্ষার হার বৃদ্ধি করার পাশাপাশি মাদকদ্রব্য, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার লক্ষে “শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী” এ বছরের মধ্যে বিভিন্ন স্কুল-কলেজে আরও বেশ কয়েকটি প্রোগ্রাম আয়োজন করবে।
স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ শাহাদাত হোসেন শামীম বলেন,” শরীয়তপুর জেলায় উচ্চশিক্ষার হার বিস্তারে শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে,তাদের এ প্রোগ্রাম থেকে দিক নির্দেশনা পেয়ে আমাদের জেলার শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স পাচ্ছে এটা আমাদের জেলার জন্য একটা আর্শীবাদ মনে করি। আমরা প্রত্যাশা করি তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং আমরাও যেহেতু শিক্ষা নিয়ে কাজ করি তাই আমরা এ ধরনের কার্যক্রমে সব সময় সহযোগিতা করে পাশে থাকবো ইনশাআল্লাহ।”
শিক্ষা সহায়ক কার্যক্রম বাস্তবায়নের জন্য শরীয়তপুর জেলার শিক্ষানুরাগী, সমাজসেবক, শিল্পপতি এবং রাজনীতিবিদদের একান্ত সহোযোগীতা কামনা করা হয় স্বপ্নযাত্রা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।
এ অনুষ্ঠান সফল হয়েছে বলে জানান “শরীয়তপুর জেলা সমিতি, রাজশাহীর” সদস্যগন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত