আগামী প্রজন্মকে বইমুখী করার উদ্দেশ্যে নড়িয়াতে বইস্বর্গের যাত্রা শুরু
জান্নাতুল ফেরদৌস ফাতেমা (নড়িয়া)// বর্তমানে কিশোর কিশোরী থেকে শুরু করে সবাই মোবাইলের প্রতি আসক্ত। সাইবার অপরাধ বাদ দিলেও মোবাইল ফোনের প্রতি অত্যাধিক আসক্তি সকল প্রজন্মের জন্য হুমকি স্বরূপ। শিক্ষার্থীরাও বন্ধুদের আড্ডা, ক্লাসে সব জায়গায়ই আমরা মোবাইল নিয়ে ব্যস্ত। কাগজের বইয়ের সাথে দুরত্ব বেড়ে যাচ্ছে বিধায় দিন দিন আমরা একটা মেধাশূণ্য জাতিতে পরিনত হচ্ছি। এসব দিক বিবেচনা করে নড়িয়ার ছয় জন তরুণ শিক্ষার্থী মিলে প্রতিষ্ঠা করলেন বইস্বর্গ।
বইস্বর্গ প্রতিষ্ঠার জন্য গত ৪ ই মার্চ নড়িয়ার চিশতিনগরে প্রথম সভা অনুষ্ঠিত হয়। পুর্ব নির্ধারিত এ সভায় সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। এই সময় বই নিয়ে গল্প হয়, আড্ডা হয়, চায়ের কাপের সাথেও বই নিয়ে গল্প হয়।
বইস্বর্গ মুলত নড়িয়া উপজেলা কেন্দ্রিক পাঠক ফোরাম। এর উদ্দেশ্য হলো নড়িয়ার ছেলেমেয়েদের বইয়ের প্রতি আগ্রহী করে তোলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে অপ্রয়োজনী মোবাইল ফোন ব্যবহার থেকে দূরে রাখা।
এ ফোরাম – বই আদান প্রদানের বাইরে যেসকল উদ্যোগ নেবে বইপড়া, বই পড়ে বইয়ের আলোচনা করা, সাহিত্য আড্ডার আয়োজন করা।
সভায় শরীয়তপুর জেলাবাসী কবি ও লেখক সুলতান মাহমুদ সজিব বই পড়া নিয়ে আলোচনা করেন।
বইস্বর্গের উদ্যোক্তাগণ স্বপ্ন দেখেন – একদিন পৃথিবী বইয়ের হবে। বইয়ের প্রতি মানুষের ভালোবাসা বাড়বে।বই নিয়ে আড্ডা হবে,গল্প হবে। মানুষ বই নিয়ে জার্নি করবে,বই নিয়ে লেখালেখি হবে। বই পড়ে মানুষ জানবে নিজেকে,দেশকে,বিশ্বকে।
সেই আলোয় আলোকিত হবে সারাবিশ্ব। মাত্র ০৬ জন নিয়ে যাত্রা শুরু করলেও একদিন এর সংখ্যা বাড়বে।সবাই বই পড়বে। পৃথিবী বইয়ের হবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত