ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়

1 min read

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের ভেদরগঞ্জে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে প্রজননক্ষম মা ইলিশ রক্ষা অভিযান বাস্তবায়নের লক্ষ্যে স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মোট ২২ দিন নদীতে মৎস্য আহরণ বন্ধে সচেতনতায় এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ অক্টোবর ২০২৩) বেলা সাড়ে ১১টায় ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), মোঃ ইমামুল হাফিজ নাদিম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মানিক সরদার, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মাল, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান, উপজেলার প্রায় ৩০ জন আড়তদার,শতাধিক জেলে সরদার সহ বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মা ইলিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে উপজেলার নিবন্ধিত ১০ হাজার ১শ’ জন জেলে প্রত্যেককে ২৫ কেজি করে সরকারি সহায়তার চাল প্রদান করা হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.