নড়িয়ার মোক্তারের চরে বাসের চাকার নিচে চাপা পড়ে হেলপারের মৃত্যু

অনলাইন//  বৃহস্পতিবার দুপুরে শরীয়তপুর নড়িয়া উপজেলার মোক্তারের চর বাস স্ট্যান্ড এলাকায় বাস মেরামতের সময়ে বাসের চাকার নিচে চাপা পড়ে মোস্তফা সরদার (২০) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে।    নিহত মোস্তফা সরদার সদর উপজেলার উত্তর মধ্যপাড়া এলাকার নূর মোহাম্মদ সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শরীয়তপুর সুপার সার্ভিস নামের একটি পরিবহনের সহকারী হিসেবে কাজ করতেন মোস্তফা সরদার।

বৃহস্পতিবার দুপুরে ওই পরিবহনের একটি বাসের চাকা ফেঁসে যাওয়ায় কয়েকজন শ্রমিকের সঙ্গে বাসটিকে মেরামত করতে ঠেলে ওপরে ওঠানোর চেষ্টা করছিলেন মোস্তফ। এ সময় সকলের অজান্তে কোনো এক সময় তিনি বাসটির নিচে ঢুকে পড়েন। পরে বাসের চালক বাসটিকে চালু করে এগোনোর চেষ্টা করলে চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। দ্রুত উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় তার।

বাসচালক মো. আয়নাল বলেন, ‘বাসটি মেরামত শেষে বাসটিকে চালু করার জন্য আমি সিটে গিয়ে বসি। তবে মোস্তফা আমাদের কাউকে কিছু না বলে কোনো এক সময় বাসের নিচে গিয়েছিল। পরে বাস চালু করে একটু সামনে নেওয়ার চেষ্টা করলে বাসের নিচ থেকে মোস্তফা চিৎকার দিয়ে ওঠে। পরে ওকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল নড়িয়া থানার আওতাধীন হওয়ায় বিষয়টি নড়িয়া থানা পুলিশকে অবগত করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.