প্রথম মৃত্যুবার্ষিকী আজ শিল্পপতি জয়নুল হক সিকদারের
1 min readনিজস্ব প্রতিবেদকঃ
খ্যাতিমান ব্যবসায়ী, দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠজন সিকদার গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বেসরকারি ন্যাশনাল ব্যাংক লিমিটেড, সিকদার মেডিকেল কলেজ, জেড এইচ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গার্মেন্ট, রিয়েল এস্টেট, এভিয়েশনসহ বিভিন্ন সেক্টরে শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন এই শিল্পোদ্যোক্তা। সিকদার গ্রুপ অব কোম্পানিজের এ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গত বছরের এই দিন ৯১ বছর বয়সে মারা যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও সিকদার গ্রুপের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের পাঁচ ছেলে ও তিন মেয়ে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে বাংলাদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউএই, পোল্যান্ড, ফ্রান্স ও আমেরিকায় সিকদার গ্রুপের ব্যবসা রয়েছে। মোটা দাগে রিয়েল এস্টেট, চিকিৎসা, শিক্ষা, ব্যাংকিং, এভিয়েশন, আবাসিক হোটেল , রেস্টুরেন্ট, বিভিন্ন অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও গার্মেন্ট খাতে বিনিয়োগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক এবং থাইল্যান্ডের ব্যাংককে সিকদার গ্রুপের কই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখন বিশ্বখ্যাত।
সংবাদ সম্পর্কে আপনার মতামত