বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার নির্দেশিকা-২০২২ সংক্রান্তে কর্মশালা অনুষ্ঠিত

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ  ১২ ফেব্রুয়ারি  সকাল ১০:৩০ টায় জেলা পুলিশের আয়োজনে শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার নির্দেশিকা-২০২২ সংক্রান্তে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,আমাদের সকলের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে সচেতন হতে হবে এবং সেইসাথে সকলের পরিবার পরিজনদেরও সচেতন করতে হবে। কোন কাজটি করলে ভালো হবে এবং কোন কাজটি করলে মন্দ হবে সেটা জানতে হবে।
এছাড়াও তিনি আরো বলেন,       পুলিশের  মাননীয় আইজিপি স্যার আমাদের বাংলাদেশ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল ডিভাইস ব্যবহার সম্পর্কে যে নির্দেশিকা দিয়েছেন সকলের সেটা মেনে চলতে হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন জনাব তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর, শরীয়তপুর, জনাব মোঃ আতিক উল্লাহ, পুলিশ পরিদর্শক, তদন্দ, পালং মডেল থানা, শরীয়তপুর, জনাব মোঃ ইলিয়াছ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, শরীয়তপুর, জনাব মোঃ নাসির, পুলিশ পরিদর্শক, অপরাধ শাখা, পুলিশ সুপারের কার্যালয়, শরীয়তপুর, জনাব মোঃ কামরুল ইসলাম, ডিআইও-২, জেলা বিশেষ শাখা, শরীয়তপুরসহ পালং মডেল থানা, জেলা বিশেষ শাখা, জেলা গোয়েন্দা শাখা ও জেলা ট্রাফিক বিভাগের বিভিন্ন পর্যায়ের পুলিশ অফিসার ও ফোর্সবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.