ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন – পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম

1 min read

ডেস্ক রিপোর্টঃ

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, তারই সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী হয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী গণমানুষের মুখে হাসি ফুটানো এক সফল রাষ্ট্রনায়ক। তাঁর সৃষ্টিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, অর্থনীতি, তথ্য-প্রযুক্তির আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল’। এ মহান রাষ্ট্রনায়কের নিরলস পরিশ্রমের ফলে সব সূচকে বাংলাদেশ এখন অন্যান্য দেশের তুলনায় অনেক এগিয়ে যাচ্ছে। শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে শরীয়তপুরের সখিপুর থানার ডিএমখালী ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএমখালী ইউপি চেয়ারম্যান মহসিন হক আবু বেপারীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আকবর পাইক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সাংগঠনিক সম্পাদক স্বপন সিকদার, ডিএম খালী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জসিম মুন্সী, সাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।

এনামুল হক শামীম আরও বলেন, সারা বাংলাদেশে আজ অসহায় অনেক পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে তাদের মাথা গোঁজার একটি নিদিষ্ট ঠাঁই হয়েছে। করোনায় সারাবিশ্বের অর্থনীতি বিপর্যন্ত হলেও দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষে অর্থনীতির চাকা সচল রাখতে প্রয়াস চালাচ্ছে সরকার। মানুষের ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ করে মানুষের জীবন সুরক্ষার পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখা সম্ভব হয়েছে।

উল্লেখ্য, সখিপুর থানার বিভিন্ন ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে এ পর্যন্ত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ৬২৫ টি ঘর প্রদান করা হয়েছে। এর মধ্যে ডিএমখালীতে ৩০ টি ঘর প্রদান করা হয়েছে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.