বীর মুক্তিযোদ্ধা শরীয়তপুরে সম্মাননা পেলেন ৭ মহিলা
শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরে সাত মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মঙ্গলবার একযোগে সারাদেশে মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মোজাম্মেল হক।
শরীয়তপুর থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে শরীয়তপুর জেলা প্রশাসন। এ সময় শরীয়তপুরের সাত মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
শরীয়তপুরের ৭জন মহিলা বীর মুক্তিযোদ্ধা হলেন, বীরাঙ্গনা ভানু বিবি, রাশেদা আমিন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা খালেদা খানম, নাজনীন আমিন, বীরাঙ্গনার যুগল বালা, বীরাঙ্গণা যোগ মায়া, বীরঙ্গনা সুমিত্রা মালো।
জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ( নড়িয়া সার্কেল) তানভীর হায়দার শাওন ও স্থানীয় মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা খালেদা খানম ও বীর মুক্তিযুদ্ধা রাশেদা আমিন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত