গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা প্রদান

1 min read

ডেস্ক  রিপোর্টঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবা প্রদানে বদ্ধপরিকর। যেকোন নাগরিক এখন ঘরে বসেই পেতে পারেন তার জমির পর্চা বা খতিয়ান। এক্ষেত্রে সেবাপ্রত্যাশী জমির দাগ/খতিয়ান নম্বর/মালিকের নাম অনলাইনে দিয়ে নিজে কিংবা নিকটস্থ ইউনিয়ন পরিষদের ইউনিয়ন ডিজিটাল সেন্টারে আবেদন করলে সার্টিফাইড কপি ডাকযোগে ঘরে বসেই পাবেন। এক্ষেত্রে প্রয়োজন হবে একটি মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র।

১৭ ফেব্রুয়ারি ২০২২ জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর ‘ই-পর্চা বিষয়ক প্রশিক্ষণ’ উদ্বোধন করেন। জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন ডাক বিভাগ, শরীয়তপুরের প্রতিনিধি, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাগণ, জেলাপ্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের কর্মচারীসহ সংশ্লিষ্ট অফিসের সেবাপ্রদানকারী শাখার কর্মকর্তাগণ।

প্রশিক্ষণে ই-পর্চা প্রাপ্তির বিষয়ে কিভাবে নাগরিকগণ নিজে কিংবা অনলাইনে আবেদন করবেন সে বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। আজকের প্রশিক্ষনার্থীগণ পরবর্তীতে বিভিন্ন উপজেলা পর্যায়ে এ বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করবেন।

শরীয়তপুর জেলায় আগামী মার্চ মাস থেকে শুধুমাত্র অনলাইন এর মাধ্যমে খতিয়ান বা পর্চা প্রদান করা হবে। খতিয়ান বা পর্চা প্রত্যাশী নাগরিকগণকে www.eporcha.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অথবা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.