পবিত্র রমযান মাসের বিক্রয় কার্যক্রম সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিনিধিঃ
২০ ফেব্রুয়ারি ২০২২ আসন্ন পবিত্র রমযান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভা জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ পারভেজ হাসান, জেলাপ্রশাসক, শরীয়তপুর। সভায় উপস্থিত ছিলেন জনাব অনল কুমার দে, সাধারন সম্পাদক, জেলা আওয়ামীলীগ, শরীয়তপুর, জনাব তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শরীয়তপুর, জনাব এসএম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর, শরীয়তপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা মনিটরিং কমিটির সদস্যবৃন্দসহ জেলার রেজিস্ট্রেশনকৃত টিসিবির ডিলারগণ।
সভায় রমযান মাসে টিসিবি কর্তৃক তৃণমূল পর্যায়ে নিম্ন আয়ের মানুষদের মাঝে পণ্যসামগ্রী সঠিকভাবে পৌঁছে দিতে উপকারভোগীদের ডাটাবেজ প্রণয়ন, ফ্যামিলি কার্ড প্রস্তুতকরন এবং টিসিবির পণ্য আনয়ন, মজুদকরন ও বিতরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় জেলাপ্রশাসক সংশ্লিষ্ট সকলকে পবিত্র রমযান মাসে শরীয়তপুর জেলায় টিসিবির পণ্য যেন যথাযথভাবে তৃণমূল পর্যায়ে প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায় সে বিষয়ে জেলা মনিটরিং কমিটিসহ ডিলারদের অনুরোধ করেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত