১৯৫২ সালের ভাষা আন্দোলনে শরীয়তপুর জেলার ১০ জন প্রবীণ ভাষা সৈনিককে সংবর্ধনা অনুষ্ঠান
1 min readশলীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের অংশ হিসেবে জেলার ১০ জন ভাষা সৈনিককে আনুষ্ঠানিক ভাবে জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার ২১ ফেব্রুয়ারী সন্ধায় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলী কার্যনির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ ছাবেদুর রহমান খোকা শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌছিফ আহমেদসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সংবর্ধনা অনুষ্ঠানে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শরীয়তপুর জেলার ১০ জন প্রবীণ ভাষা সৈনিককে জেলা প্রশাসনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় ভাষা সৈনিকদের পক্ষ থেকে ৫২ এর ভাষা আন্দোলনের স্মৃতিচারণামূলক বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোঃ জালাল আহমেদ। সবশেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্পর্কে আপনার মতামত