যথাযোগ্য মর্যাদায় গোসাইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

যথাযোগ্য মর্যাদায় গোসাইরহাটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। প্রথমে গোসাইরহাট উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, গোসাইরহাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, শামসুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ইদিলপুর বালিকা বিদ্যালয়, ইদিলপুর আলিম মাদ্রাসা, ২ নং দাশেরজঙ্গল প্রাথমিক বিদ্যালয়, গোসাইরহাট পল্লী বিদ্যুৎ অফিস এবং গোসাইরহাট প্রেসক্লাব শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকল সরকারি, আধাসরকারি, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ জোহর উপজেলার সকল মসজিদে শহিদদের বিদেহি অত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল দশটায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্ত, গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মো. আবুল খায়ের, বাংলাদেশ আওয়ামী লীগ গোসারহাট উপজেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. শাজাহান, চেয়ারম্যান মিজানুর রহমমান।আবুল খায়ের, বাংলাদেশ আওয়ামী লীগ গোসারহাট উপজেলার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দেওয়ান মো. শাজাহান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন আহমেদ, ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপাপ্ত) মুহাম্মদ এমদাদ হোসাইন, ইদিলপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কোতোয়াল মো. টিপু সুলতান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন বাবলু মৃধা প্রমূখ। পরে শিক্ষার্থীদের মাঝে দিবসটির তাৎপর্য উল্লেখ করে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.