শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের লেখক – পাঠক সংযোগ বর্ষ” ঘোষণা
ডেস্ক রিপোর্টঃ
শরীয়তপুর জেলাস্থ শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার জেলার লেখক ও পাঠকদের মাঝে সেতু বন্ধন রচনার লক্ষ্যে বর্ষব্যাপী বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। গ্রন্থাগারের পক্ষ থেকে বর্ষব্যাপী এ উদ্যোগকে “শরীয়তপুর লেখক ও পাঠক সংযোগ বর্ষ” ঘোষণা করা হয়েছে। এ বর্ষের সময়সীমা হবে ২১ ফেব্রুয়ারী ২০২২ সাল হতে ২১ ফেব্রুয়ারী ২০২৩।
২১ ফেব্রুয়ারী শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের উদ্যোক্তা পরিষদের সভায় “শরীয়তপুর লেখক ও পাঠক সংযোগ বর্ষ” ঘোষণা দেয়া হয়। ঘোষিত বর্ষের লক্ষ্য হবে শরীয়তপুর জেলার লেখক, কবি, সাহিত্যিকদের সংগে শরীয়তপুর জেলার পাঠকের মাঝে সেতু বন্ধন রচনার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ।
ঘোষিত বর্ষে শরীয়তপুর জেলার লেখকদের বই সংগ্রহ ও পাঠকের মাঝে বিতরণ, লেখকদের জীবনী, কৃতিত্ব, অবদান, বই পরিচিতি, বইয়ের প্রাপ্তি স্থান সম্পর্কিত তথ্য বিভিন্ন ভাবে প্রচার ও প্রসারের কার্যক্রম গ্রহণ করা হবে।
এ লক্ষ্যে শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার বিভিন্ন উৎস থেকে বই ক্রয় বা সংগ্রহ করবে, শরীয়তপুর জেলার লেখকগণ তাদের স্বাক্ষরিত বই শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারকে উপহার দিতে পারবেন। জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বই ক্রয়ে অর্থ সহায়তা করতে পারবেন।
জাতীয় বা স্থানীয় পত্রিকা, বইপত্র, ম্যাগাজিন, প্রকাশনী ও অনলাইন শপ, শরীয়তপুর জেলায় বিভিন্ন পাঠাগার, জেলাবাসী লেখকদের বিভিন্ন প্লাটফর্ম হতে লেখক পরিচিতি ও বই পরিচিতি তথ্য সংগ্রহ করা হবে।
এ বর্ষে সংগৃহিত বই শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগারের “শরীয়তপুরবাসীদের বইপত্র” কর্ণারে সংরক্ষণ করা হবে। শরীয়তপুর জেলার সকল প্রকার গ্রন্থাগারগুলোকে “শরীয়তপুরবাসীদের বইপত্র” কর্ণার চালুর অনুরোধ জানানো হবে। নিজ জেলার কবি সাহিত্যিকদের অবদান কৃতিত্ব বিষয়ক লেখা গ্রন্থাগারে প্রদর্শন করা হবে।
অনলাইন তথ্য পোর্টাল শরীয়তপুর পোর্টাল.ইনফো তে শরীয়তপুরবাসী লেখকদের পরিচিতি ও বই পরিচিতি, লেখকদের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে লেখকের জীবনী অবদান ও কৃতিত্ব তোলে ধরে বিভিন্ন লেখা প্রকাশ করবে।
শরীয়তপুরবাসী সাংবাদিক, শিক্ষার্থীগণ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন। স্বেচ্ছাসেবকের রচিত প্রবন্ধ গুলো যাচাই এর জন্য একটি কমিটি গঠণ করা হবে।
শরীয়তপুর পোর্টাল গ্রন্থাগার ভেদরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে অবস্থিত। ২০১৫ সালে গ্রন্থাগারটি প্রতিষ্ঠা লাভ করে এবং ২০১৯ সালে গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভুক্তিকরণ সনদ লাভ করে। ২০২১ সালে সরকারী অনুদান লাভ করে।
“শরীয়তপুর লেখক ও পাঠক সংযোগ বর্ষ” সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে শরীয়তপুরপোর্টাল.ইনফো ওয়েবসাইটে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত