গোসাইরহাটে এক ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানা 

1 min read

বিশেষ প্রতিনিধিঃ

গুড়া মসলায় ক্ষতিকর রঙ ব্যবহার করায় গোসাইরহাট বাজারের এক ব্যবসায়ীকে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা -অধিকার  সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের মিনিটরিং অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় গোসাইরহাট বাজারের মেসার্স রওশন আরা রাইস মিলকে আজ এই জরিমানা করা হয়েছে। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করায় একই বাজারের মেসার্স ভাণ্ডারী বেকারিকে উক্ত আইনের ৪৩ ধারায় ২,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয় এর সহকারী পরিচালক জনাব সুজন কাজী। অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা বাজার কর্মকর্তা মোঃ ইউসুফ হোসেন, জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি জনাব মোঃ বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.