সরকারী খালে নির্মিত অবৈধ দোকান ঘর উচ্ছেদ

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর বাজারের পূর্ব পাশের সরকারি খালের জমি দখল করে রাতের আঁধারে স্থানীয় প্রভাবশালীরা ৪ টি দোকান ঘর নির্মাণ করেছিলো। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি, খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান পুলিশের সহায়তায় অবৈধভাবে নির্মিত দোকান ঘরগুলো উচ্ছেদ করেন।

বধুবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার মহিষার ইউনিয়নের সাজানপুর বাজারের পাশ দিয়ে প্রবাহিত ভেদরগঞ্জ-ডামুড্যা সংযোগ খালটি স্থানীয় দখলদারদের আগ্রাসনে মৃত প্রায়। এ খালের পাশে একাধিক ব্যক্তি দখল করে দোকান ঘর নির্মাণ করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সরকারি খালে দোকান নির্মানের খবর শুনে তারা অবৈধ দখলদারী মোর্শেদা বেগম ও হোসেন হাওলাদারকে দোকান নির্মাণ না করার নির্দেশ দিয়ে একটি নোটিশ পাঠায়। কিন্তু প্রভাবশালীরা নিষেধাজ্ঞা না মেনে রাতারাতি দোকান নির্মাণ করে ফেলে। আজ অভিযান চালিয়ে ঐ অবৈধ ৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান জানান, রাতের আঁধারে সরকারি খালের জমি দখল করে দোকান ঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪টি দোকান ঘর উচ্ছেদ করেছি। অন্যান্য অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। খালের প্রবাহ ফিরিয়ে আনার জন্য খনন কাজ ও দখলদারদের উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.