উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলোজিক্যাল ল্যাব চালু

শরীয়তপুর পত্রিকা  প্রতিবেদকঃ

দীর্ঘদিন বন্ধ থাকার পরে বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান ইবনে আমিন এর প্রচেষ্টায় অবশেষে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলোজিক্যাল ল্যাব চালু করা সম্ভব হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন শরীয়তপুর সিভিল সার্জন ডাঃ এস.এম আব্দুল্লাহ আল মুরাদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসান ইবনে আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সৈয়দা শাহিনুর নাজিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা: মাছুম মিয়া, জেলা টিবি কন্ট্রোল অফিসার ডাঃ ইব্রহিম মাঝী সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ বলেন, এখন থেকে সরকার নির্ধারিত অত্যন্ত স্বল্প মূল্যে হাসপাতালে আগত রোগিদের পরীক্ষা নীরিক্ষার ব্যবস্থা থাকছে এই স্বাস্থ্য কমপ্লেক্সে। অল্প খরচে উন্নত চিকিৎসা নিতে পারবেন সাধারণ অসহায় রোগিরা।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.