ভেদরগঞ্জ উপজেলা বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা
1 min readশরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ
বাংলা নববর্ষ-১৪২৯ বরণ উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা থানা ইনর্চাজ মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান রাড়ি।
সকলের উপস্থিতে সকাল ৮ টায় সকল সরকারি ও বেসরকারি দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশ আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও শিক্ষার্থীদের
অংশগ্রহণে উপজেলা প্রশাসকের কার্যালয় থেকে ভেদরগঞ্জ উপজেলা থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙ্গালীর ঐতিহ্য ও কৃষ্টি-কালচার প্রদর্শণ করা হয়।
সকল তত্বাবধায়নে সভাপতিত্ব করেন,ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। পরবর্তীতে শিশু অংশগ্রহণে চিত্রাঙ্কন, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আব্বাস-শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদ সম্পর্কে আপনার মতামত