সয়াবিন তেলের বোতলের গায়ে মূল্য মুছে বেশী দামে বিক্রির দায়ে জরিমানা ৩০ হাজার টাকা

1 min read

ডামুড‍্যা প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলার ডামুড‍্যা উপজেলার বাজারে পর্যাপ্ত সয়াবিন তেল সরবরাহ মজুদ আছে তারপরও কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট দেখিয়ে আসছে। এ ছাড়াও বোতলের গায়ে থাকা নির্ধারিত মূল্য মুছে বেশী দামে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

বিষয়টি টের পেয়ে বৃহস্পতিবার দুপুরে ডামুড্যা উপজেলার কয়েকটি দোকান ও গোডাউনে অভিযান পরিচালনা করেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ শরীয়তপুর সহকারী পরিচালক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের একটি টিম।

এসময় ডামুড্যা বাজারে অভিযানে এক ব্যবসায়ীর দোকানের পাটাতনের উপর লুকিয়ে রাখা তেল (মূল্য মুছে ফেলা)  উদ্ধার করে তা ১৬০ টাকা লিটার দরে উপস্থিত ক্রেতাদের নিকট বিক্রয় করেন এবং  পাশাপাশি বোতলের গায়ে লেখা মূল্য মুছে অধিক মূল্যে ভোজ্যতেল বিক্রয় করায় ইব্রাহিম স্টোর কে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়।

এ বিষয় শরীয়তপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, সুজন কাজি বলেন,তেল বিক্রি না করে লুকিয়ে রাখা, ভোজ্যতেলের মূল্য মুছে ফেলা, বোতল খালি করে খুলে বেশি দামে তেল বিক্রি করা এসব সন্ধানে অভিযান চলমান থাকবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.