মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাবেক মেয়র হাজ্বী আব্দুল মান্নান হাওলাদারের পূত্র মেহেদী হাসান নিহত
ভেদরগঞ্জ প্রতিনিধিঃ
মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে আঘাত হানলে মারাত্ম দূর্ঘটনায় শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুল মান্নান হাওলাদারের পূত্র মেহেদী হাসান হাওলাদার (২৮) নিহত হয়েছে। ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনাা গেছে, ২৮ মে শনিবার দিবাগত রাতে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর এলাকা থেকে মেয়র পুত্র মেহেদী হাসান হাওলাদার মোটর সাইাকেল নিজেই ড্রাইভ করে ভেদরগঞ্জ উপজেলা শহরের রওয়ানা করে। রাত অনুমান সাড়ে ১১টায় ভেদরগঞ্জ টু সখিপুর সড়কের কোড়ালতলী মহিষকান্দি এলাকার মোড়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে আঘাত হানলে মারাত্ম ভাবে দূর্ঘটনা ঘটে। মেহেদী হাসান হাওলাদারকে গুরুতর আহত অবস্থায় ১০০ শয্যা শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। নিহত মেহেদী ভাই বেনোর মধ্যে বড়।
মেহেদীর পরিবার সূত্রে জানা গেছে, হাজ্বী আব্দুল মান্নান হাওলাদারের পূত্র ও কণ্য মিলে দুটি সন্তান। বড় পুত্র নিহত মেহেদী হাসান আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাায়ন রত, অল্প কয়েকদিন হয়েছে ছুটিতে দেশে আসছে ভাগ্যের নির্মম পরিহাস অকালে ঝরে গেলো প্রাণ। মেয়েটি বর্তমানে অষ্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত আছে।
ভেদরগঞ্জ থানার অফিসার্চ ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল যুগে বাসায় আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহিষকান্দি, কোড়ালতলী এলাকায় আসলে গুরুতর আহত হয়। পরে জেলার ১০০ শয্যা শরীয়তপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এসময় একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা
সংবাদ সম্পর্কে আপনার মতামত