নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় অথৈই পরিবহণ
1 min readভেদরগঞ্জ প্রতিনিধিঃ
শরীয়তপুরে অথৈই পরিবহণ নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ কমপক্ষে ৩০/৩২ যাত্রী আহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছেন ১২ জন।
মঙ্গলবার (৩১ মে) বেলা ১০,৩০মিনিটের দিকে শরীয়তপুর-চাঁদপুর সড়কের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল এ দুর্ঘটনা ঘটে। আহতদের ভেদরগঞ্জ হাসপাতাল সহ শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাগেরহাট রানদা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসছিল অথৈই পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি শরীয়তপুর-চাঁদপুর রুটের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল নামক স্থানে আসলে কাভার্ড ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা ৬৪ জন যাত্রীর মধ্যে ৩০/৩২ জনই আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হন ১২ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সেলিম মিয়া বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী। এদেরকে ভেদরগঞ্জ ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লা আল মামুন বলেন, দুর্ঘটনায় আহতদের দেখতে সরেজমিন ও হাসপাতালে গিয়েছি। কয়েক জনের অবস্থা গুরুতর। আহতরা যেন ভালোভাবে চিকিৎসা পায় সে ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত