ভেদরগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে ঊনসত্তর জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

ভেদরগঞ্জ প্রতিনিধি 

১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২২ এসএসসি, দাখিল এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা সারা দেশের ন্যায় ভেদরগঞ্জ উপজেলায় বিভিন্ন কেন্দ্রে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সকাল দশটার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা এগারটায়।

এ উপলক্ষে শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ছয়টি কেন্দ্রে দুই হাজার সাতশ পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী অংশ নেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে চারশ ত্রিশ জন, ভেন্যুএম এ রেজা কলেজে পাঁচশ আটান্ন জন, চরভয়রা উচ্চ বিদ্যালয় চারশ সাঁয়ত্রিশ জন ভেন্যু সিরাজ সিকদার কলেজে তিনশ আটাশ জন, রাড়ীকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনশ দশ জন, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে পাঁচশ ঊনষাট জন চরভাগা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে একশত নব্বই জন, গৈড্ডা মাদ্রাসায় তিনশ চুরানব্বই জন, মোট দুই হাজার সাতশ পঁয়তাল্লিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক রিপন জানান, ভেদরগঞ্জ উপজেলায় এস.এস.সি ও সমমানের পরীক্ষায় দুইটি বিভাগে বিদ্যালয় ও মাদ্রাসায় সর্ব মোট দুই হাজার সাতশ পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্রী অংশ গ্রহন করেছে। আজ প্রথম দিনে ছয়টি পরীক্ষা কেন্দ্রের কোথাও কোন ছাত্র ছাত্রী বহিস্কার হয়নি, সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে । তবে ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজে ঊনিশ জন, চরভয়রা উচ্চ বিদ্যালয়ে এগার জন, রাড়ীকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ে সাত জন, সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে পনের জন চরভাগা বঙ্গবন্ধু স্কুল এন্ড কলেজের তিন জন এবং গৈড্ডা মাদ্রাসার চৌদ্দ জনসহ মোট ঊনসত্তর জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জনান।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.