রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলার বাঘিনীদের অভিনন্দন

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

১৯ সেপ্টেম্বর সোমবার ২০২২ তাদের এই জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরো টুর্নামেন্টজুড়ে অপরাজিত থাকার পাশাপাশি আসরে ৫ ম্যাচ থেকে মোট ২৩ গোল আদায় করে নিয়েছিল বাঘিনীরা। বিপরীতে হজম করেছে কেবল ১ গোল। সেটিও জমজমাট ফাইনালে।

ইতিহাস গড়ার পথে এ দিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশের নারীরা।সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দিলেনসুপার সাব শামসুন্নাহার জুনিয়র। এর ৫ মিনিটি পরম্যাচে বাঘিনীদের দ্বিতীয়বারের মতো এগিয়ে দেনশ্রীমতি কৃষ্ণা রানি সরকার। প্রতিপক্ষের ভুল পাসথেকে বল পেয়ে সেটি জালে জড়াতে কোনো ভুলই করেননি কৃষ্ণা।

তবে ম্যাচের ৭০তম মিনিটে ১ গোল হজম করে বসে বাংলাদেশ। নেপালের আনিতা বাসনেতের গোলে ২-১ ব্যবধান কমায় স্বাগতিকরা।

এর ছয় মিনিট পর কাউন্টার অ্যাটাকে গোল করে বসেন কৃষ্ণা। এই বাঘিনীর ম্যাচে নিজের জোড়া গোলে বাংলাদেশ সাফের শিরোপা জিতে ৩-১ ব্যবধানে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.