শরীয়তপুরে সম্মিলিত সামাজিক আন্দোলন এর সম্মেলন

বিশেষ প্রতিনিধিঃ

সম্মিলিত সামাজিক আন্দোলন শরীয়তপুর শাখার ২০২৩ সম্মেলন অনুষ্ঠিত। ২৮ (জানুয়ারী) বিকাল বেলা শরীয়তপুর জেলার সদর উপজেলার পৌরসভার কনফারেন্স রুমে কবি মির্জা হযরত সাইজীর সভাপতিত্বে ও কবি আমিনুল শাহর সঞ্চালনায় সম্মিলিত সামাজিক আন্দোলন শরীয়তপুর শাখার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মিলিত সামাজিক আন্দোলন শরীয়তপুর শাখার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস, নির্বাহী সভাপতি সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি ছিলেন জহিরুল ইসলাম জহির,যগ্ম সাধারণ সম্পাদক সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি,অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ, সাংগঠনিক সম্পাদক সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটি,শ্যাম সুন্দর দেবনাথ, কবি ও লোকজ গবেষক, সুশীল চন্দ্র দেবনাথ, অবসরপ্রাপ্ত শিক্ষক সমাজকর্মী, পিন্টু লাল শাহ আইনজীবী ও সমাজকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রুবায়েত ফেরদৌস বলেন,আমাদের বেশী লোকের প্রয়োজন নাই,অল্প হলেও খাটি লোক দরকার। আমাদের উচিৎ সামাজিক অসঙ্গতি গুলোর প্রতিবাদ করা।কারন এখন প্রতিবাদ করার লোক কমে গেছে। সম্মিলিত সামাজিক আন্দোলন এমন একটি সংগঠন যারা নিজের খেয়ে বনের মহিষ তারায়।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.