জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
1 min readপ্রেস বিজ্ঞপ্তি// যথাযোগ্য মর্যাদায় জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩। দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর পক্ষে মাননীয় উপাচার্য প্রফেসর ড. তালুকদার লোকমান হাকিম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এসময় পুষ্পাঞ্জলির মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতাল।
সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা অর্ধনমিত করা হয় এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপনে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রসাশন, বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইন বিভাগ, মকফর উদ্দিন সিকদার হল, মনোয়ারা সিকদার হল, বাইনারি ও রোবটিক ক্লাব এবং সর্বসাধারণ পুষ্পাঞ্জলি অর্পণ করে।
পুষ্পাঞ্জলি অর্পণ শেষে ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদার এর মাগফেরাত কামনা করেন এবং বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারপার্সন এর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মিজানুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোঃ ইমামুনুর রহমান, মকফর উদ্দিন সিকদার হলের সহকারী প্রভোস্ট ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন এবং মনোয়ারা সিকদার হল ও আইন বিভাগের প্রভাষক শাকিলা সুলতানা স্মৃতিসহ সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাইফুজ জামান, প্রভাষক, আইন বিভাগ।
সংবাদ সম্পর্কে আপনার মতামত