ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক ও বাসের দুর্ঘটনায় সখিপুর ও নড়িয়ার ৩ জন নিহত

1 min read

ডেস্ক রিপোর্ট//  গতকাল  বৃহস্পতিবার সকাল ৯ টার সময় মুন্সিগঞ্জের শ্রীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় শরীয়তপুরের সখিপুরে চরচান্দা ঢালী কান্দির বাসিন্দা সাইফুল ঢালী (৩৫) নিহত হযেছে। তার লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। বিকালে আছর বাদ তার জানাজা সম্পন্ন করা হবে। সখিপুর ও নড়িয়ার মোট ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও অন্তত ১৯ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নের বাসিন্দা আরিফ কাজি (২৫), সখিপুর ইউনিয়নের বাসিন্দা হাজেরা খাতুন (৬০), ডিএমখালি ইউনিয়নের বাসিন্দা সাইফুল লাকুরিয়া (৩৫)।

 তিন জনের মধ্যে একজন শরীয়তপুরের সখিপুরের ঢালী কান্দি গ্রামের বাসিন্দা সাইফুল লাকুরিয়া (৩৫)র মৃত্যু হয়েছে। সে ঢাকা গাজীপুরে পোশাক কারখানায়  চাকুরি করত। ঈদ বেতন – বোনাস তুলেই পরিবারের সাথে ঈদ করতেই বাড়িতে রওনা হয়েছিলেন তিনি। পরে সে ই স্বপ্ন পুরন হলো না আর।  সাইফুলের ৬ মাসের শিশু বাবাকে হারিয়ে এতিম হলো তার সাথে বিধবা হলো তার স্ত্রী রীক্তা আক্তার (২২)। সাইফুলের মৃত্যুতে তার বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।

সাইফুল লাকুরিয়ার বাড়ীতে শোকের মাতম

নিহত সাইফুলের সহযাত্রী ছিলো তার ভাগিনা নুরুজ্জামান বলেন, সকাল সাড়ে আটটায় যাত্রাবাড়ী থেকে পদ্মা ট্রাভেলস বাসে উঠছি। মামা সামনে আমি পিছনে বসে ছিলাম।পরে শ্রীনগরে আসলেই বসে থাকা ট্রাকের সাথে ধাক্কায় সব লণ্ডভণ্ড হযে গেলো। মামাকে বাচাতে পারলাম না। মামার লাশ নিয়ে বড়িতে আনতে হলো।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ওয়েতে বাস দুর্ঘটনায় শরীয়তপুরের সখিপুরে ২ জনের মৃত্যু হয়েছে। তাদেরকে ২৫ হাজার টাকা করে সরকারি অনুদান দেয়ার ব্যবস্থা করা হবে।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.