ভেদরগঞ্জে চতুর্থ ধাপে ঘর পাবে ৩৭ ভুমিহীন গৃহহীন পরিবার

অনলাইন//  মঙ্গলবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে ভেদরগঞ্জ  উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রেস ব্রিফিং জানানো হয় যে, চতুর্থ ধাপে শরীয়তপুরের ভেদরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাবে ৩৭ টি দরিদ্র ভূমি ও গৃহহীন পরিবার।

উপজেলা নিবার্হী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস ব্রিফিংয়ে এক বক্তব্যে বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ভেদরগঞ্জে উপজেলায় প্রথম পর্যায়ে ৩৬০টি, দ্বিতীয় পর্যায়ে ২৪০টি, তৃতীয় পর্যায়ে ২৫টি ও চতুর্থ পর্যায়ে ৮০টির মধ্যে ৪৩টি মিলে মোট ৬৬৮টি ঘরসহ জমি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ইতোপূর্বে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট ৩৭টি ঘর ৯ আগস্ট হস্তান্তর করা হবে। এসব ঘর পেয়ে খুশি উপকার ভোগীরা।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো.ইমামুল হাপিজ নাদিম, বাস্তবায়ন প্রকল্প কর্মকর্তা মো.হুমাউন কবিরসহ উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.