জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্রসেসর বিষয়ক ওয়ার্কশপ
1 min readবিশ্ববিদ্যালয় প্রতিনিধি// জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী ‘Exploring the Power of Microprocessors’ শীর্ষক ওয়ার্কশপ শুরু হয়েছে। উক্ত ওয়ার্কশপের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. তালুকদার মো. লোকমান হাকিম।
মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ল্যাব বেশ সমৃদ্ধ। নতুন মাইক্রো প্রসেসরের সংযুক্তি আরও সক্ষমতা বাড়াবে। সামনের দিনে ল্যাব সুবিধা আরো বৃদ্ধি করা হবে। এ সময় ৪র্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে কাজে লাগাতে, এখন থেকেই এআইসহ অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর আহবান জানান মাননীয় উপাচার্য।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম, ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সনেট কুমার সাহাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মাহমুদ আলম বলেন, ইইই এর কাজের জায়গা অত্যন্ত বড় এবং বিশাল। এ ধরনের উদ্যোগ বারবার নেয়া উচিত। এমন ওয়ার্কশপ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং ভবিষ্যৎ অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে।
ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে আছেন ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষক মো. মুশফিকুল বারী, মো. মাজহারুল ইসলাম এবং বিশ্বজিৎ চক্রবর্তী। ওয়ার্কশপে মাইক্রো প্রসেসরের পরিচিতি, গঠন, প্রোগ্রামিং, ইন্টারফেসিং, ব্যবহারসহ অন্যান্য বিষয়ে দিকনির্দেশনা পাশাপাশি শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয়।
সংবাদ সম্পর্কে আপনার মতামত