শরীয়তপুর জেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডেস্ক রিপোর্ট//  শরীয়তপুর জেলায় আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। “তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব” প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।  এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি ট্রাফিক বক্স প্রদক্ষিণ করে থেকে পুনরায় কার্যালয়ের সামনে আসে।
পরবর্তীতে তথ্য অধিকার দিবস উপলক্ষে জেলা প্রশাসন শরীয়তপুরের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা অবাধ তথ্য প্রবাহের এই যুগে তথ্যকে  ইতিবাচকভাবে ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুতে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামসুন নাহার, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া।
সভায় সচেতন নাগরিক কমিটি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বেসরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি ও বেসরকারি তথ্য প্রাপ্তি সাধারণ নাগরিকের অধিকার। সেই অধিকার রক্ষায় সকলে একসাথে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

সুত্র; বাসস ও জেলা প্রশাসন অফিসিয়ার ফেসবুক পেজ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.