ভেদরগঞ্জ উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
1 min readডেক্স রিপোর্টঃ
অল্প সময়ে,স্বল্প খরচে, সঠিক বিচার পেতে, চলো যাই গ্রাম আদালতে এই শ্লোগান কে সামনে রেখে।
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ডিসেম্বর ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চরসেনসাস ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক অবহিতকরণ মত বিনিময় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সরকারের অর্থায়নে এবং ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি‘র আর্থিক ও কারীগরি সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর অধীনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করুন (৩য় পর্যায়) প্রকল্প বাস্তবায়িত হয়েছে ।
এসময় বিশেষ অতিথি হিসাবে বক্ত্য রাখেন চর সেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব রাবেয়া খাতুন, ইউপি সদস্য , সংরক্ষিত মহিলা সদস্য, গ্রাম পুলিশ, মুক্তিযুদ্ধা ,শিক্ষক,সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ আল-ফারুক গাজী বলেন, গ্রাম আদালতের চলমান কাঠামো, গ্রাম আদালতের এখতিয়ার, স্টেকহোল্ডারেদর দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত সক্রিয়করণে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এসময় উপস্থিত ছিলেন ভেদেরগঞ্জ উপজেলার কো-অডিনেটর মোঃ জামাল হোসেন এবং জাকারিয়া হোসেন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত