ভেদরগঞ্জে বিএমএসএফ এর উদ্যোগে মহান বিজয় দিবস পালিত
1 min readডেক্স রিপোর্টঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলা বিএমএসএফ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে।
শনিবার (১৬ ডিসেম্বর ২০২৩) সকালে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি টি.এম গোলাম মোস্তফার সভাপতিত্বে ভেদরগঞ্জ উপজেলার বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
১৬ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন। (১৬ ডিসেম্বর) বিজয়ের সেই শুভক্ষণের ৫২তম বার্ষিকী। সেই সঙ্গে গর্বময় এক বিষাদের সঙ্গে স্মরণ করা হয়, লাল-সবুজের এই পতাকার জন্য প্রাণ দেওয়া লাখো শহীদদেরকে।
এসময় উপস্থিত ছিলেন, মফস্বল সাংবাদিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি দৈনিক স্বাধীন ভোর পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বাবু সিকদার, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভেদরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি টি.এম গোলাম মোস্তফা, ভেদরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সুলতান মাহমুদ, ভেদরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দৈনিক রুদ্র বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আক্তার হোসেন মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়।
সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপণ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি টি.এম গোলাম মোস্তফা বলেন, শ্রদ্ধা ভরে স্মরণ করছি রক্তক্ষয়ী মুক্তি যুদ্ধের সকল মুক্তিযোদ্ধা ও বীর শহীদদের যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছেন প্রাণ। সবাইকে জানাচ্ছি মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
সংবাদ সম্পর্কে আপনার মতামত