লাকার্তা ফাউন্ডেশনের অষ্টম বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি// আজ ((১,৩,২০২৪) ঢাকাস্থ রমনা পার্কের ইউরো এশিয়ানো কনভেনশন হলে অনুষ্ঠিত হলো শরীয়তপুর জেলার বিশিষ্ট গ্রাম লাকার্তা বাসীর সংগঠন ” লাকার্তা ফাউন্ডেশন ” এর অষ্টম বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলা। প্রকৌশলী আজাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলন মেলায় লাকার্তার কতিপয় কৃতি সন্তান যথা পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মাহবুবুর রহমান, সরকারের যুগ্ম সচিব হাবিবুর রহমান, নড়িয়া পৌরসভা মেয়র আবুল কালাম আজাদ, ছয়গাঁও ইউনিয়ন চেয়ারম্যান লিটন মোল্লা, ইউনিসেফ এর উর্ধতন কর্মকর্তা আজিজুর রহমান শামিম, বিশিষ্ট শিল্পপতি আসাদুর রহমান, ডাচ বাংলা ব্যাংকের ডিএমডি আবেদ শিকদার, চশমা শিল্পের মালিক মন্জুরুল হক খোকা শিকদার, বিশিষ্ট ডাক্তার নাজমুল হক শিকদার,রেডক্রিসেন্টের সাবেক পরিচালক এসএম রফিকুল ইসলাম, একাউন্টস এন্ড অডিট বিভাগের চট্টগ্রামের বিভাগীয় প্রধান কর্মকর্তা মন্জুর আহমেদ পিন্টু সহ প্রায় চারশত সদস্য মহানগর ঢাকা সহ লাকার্তা, নড়িয়া হতে আগমন করে দেখাসাক্ষাৎ সহ পরস্পর ভাব বিনিময় করে।
গত দু’ বছরের কর্মকাম্ডের প্রতিবেদন পেশ,আর্থিক লেন নের নিরীক্ষিত হিসাব নিকাশ ইত্যাদি পেশ করণ ও আলোচনা সাপেক্ষে অনুমোদন দান করা হয়। সভা লাকার্তা ফাউন্ডেশনের বড় অর্থদাতা, পলমল গ্রুপের চেয়ারম্যান ও এমডি নাফিস শিকদার, মন্ট্রিমস গ্রুপের চেয়ারম্যান আসাদ শিকদার সহ কতিপয় লাকার্তাবাসীর বিশেষ অবদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
দুপুরে সুস্বাদু খাবার পরিবেশন শেষে দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার আবদুর রব শিকদার সহ অন্য দুই নির্বাচন কমিশনার খোকা শিকদার, শরীয়তপুরে জেলা পরিষদ চেয়ারম্যান এর সরকারি কাজে ব্যস্ত থাকায় তার বিকল্প মন্জুরুল হক খোকা,স্বপন মজুমদার এর নেতৃত্বে ২০২৪ ও ২৫ বর্ষের জন্য নির্বাচন পরিচালনা করা হয়। এস এম রফিকুল ইসলাম আন্টু, চেয়ারম্যান, ব্যাংকার আবেদুর রহমান শিকদার ভাইস চেয়ারম্যান এবং আজিজুর রহমান শামিম নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এরপর এ তিন নেতার ঐকমত্যের ভিত্তিতে ৪২ সদস্যের কার্যকরী কমিটি গঠিত হয়। এর পর রাফেল ড্র অনুষ্ঠিত হয়ে মেলার যবনিকা ঘোষনা করা হয়। লাকার্তা ফাউন্ডেশনের কর্মকর্তা তথা সদস্যগণ এ সংগঠনকে দেশব্যাপী একটি সমাজ কল্যানমুলক সংগঠন হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।
সংবাদ সম্পর্কে আপনার মতামত