মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য অধিদপ্তর থেকে ভেদরগঞ্জ উপজেলায় সংরক্ষণ পাত্র বিতরণ
ডেস্ক রিপোর্টঃ
“বঙ্গবন্ধুর সোনার দেশ, ক্ষুদা মুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে খাদ্য অধিদপ্তর ও বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ে সহায়তা ভেদরগঞ্জ উপজেলা খাদ্য বিভাগ উপজেলার অসচ্ছল নিবন্ধকৃত কার্ডধারী কৃষকদের মাঝে ৪ হাজার খাদ্য শস্য ও বীজ সংরক্ষণ পাত্র বিতরণ শুরু করেছে। ১৪ ফেব্রুয়ারী রোববার বেলা ১১টায় উপজেলা খাদ্য গুদাম থেকে আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। উপজেলা গুদাম কর্মকর্তা মিনাল বৈদ্যের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলী সাংগঠনিক সম্পাদক হাজি শালাহউদ্দিন মাদবরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গুদামের কর্মকর্তা কর্মচারীগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, সরক্ষণের অভাবে আমাদের দেশে প্রায় ২০ ভাগ খাদ্য শস্য নষ্ট হয়। আবার বীজ সংরক্ষণে আমাদের প্রতিবছর বড় ধরণের লোকশানের মুখে পরতে হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নির্দেশে দেশের খাদ্য ও বীজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমাদের উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৪ হাজার সংরক্ষণ পাত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছি। আজ আমরা নিবন্ধনকৃত ২ হাজার অসচ্ছল কৃষককের মাঝে পাত্র বিতরণ করলাম। বাকী পাত্রগুলো পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতিটি পাত্রে ৭০ কেজি খাদ্য সামগ্রী বা বীজ সংরক্ষণ করা যাবে। যা দীর্ঘদিন নিরাপদ থাকবে।
সংবাদ সম্পর্কে আপনার মতামত