২২ মার্চ মঙ্গলবার দুপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২” উদযাপন

1 min read

শরীয়তপুর পত্রিকা প্রতিবেদকঃ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় ২২ মার্চ মঙ্গলবার দুপুরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২” উদযাপন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসন আয়োজিত জেলার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ৫০টি জাতীয় পতাকা সম্বলিত “সুবর্ণজয়ন্তী র‍্যালি (ট্রাকশো)” ভেদরগঞ্জ পৌঁছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা জানানো হয়।পরে র‍্যালিতে আগত বীর মুক্তিযোদ্ধাদের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের  সংবর্ধনা প্রদান করা হয়। পরে মুক্তিযোদ্ধাগণ তাঁদের ৭১ এ দেশ মুক্তির গল্প নতুন প্রজন্মেরকাছে তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে সংবর্ধনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরদার, যুদ্ধ কালিন কমান্ডার হাজি আবদুল মান্নান রাড়ী, বীরমুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, ভেদরগঞ্জ

পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাফিউল মাজলুবিন রহমান, উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, একাডেমকি সুপার ভাইজার মোঃ মস্তফা কামাল, পিআইও হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ। পরে উপজেলার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের উপহার সামগ্রী শুভেচ্ছা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.