২য় শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর// সকল প্রস্তুতি সম্পন্ন

1 min read

২য় শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াডের আহবায়ক মোঃ অহেদুজ্জামান স্বেচ্ছাসেবকদের দিকনির্দেশনা প্রদান করছেন

প্রেস বিজ্ঞপ্তি:// শিক্ষার্থীদের গণিত এর সার্বজনীনতা অনুধাবনের লক্ষ্যে,গণিত বিষয়ে শিক্ষার্থীদের ভীতি দূর করার জন্য এবং তাদের মেধাকে স্বীকৃতি দান ও পুরস্কৃত করার প্রয়াসে জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর ম্যাথ সার্কেলের উদ্যোগে আগামী ১৭ অক্টোবর ২০২২ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২য় শরীয়তপুর গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। এই অলিম্পিয়াডে প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। শিক্ষার্থীদের উত্তরপত্র পর্যবেক্ষণ কমিটি দ্বারা মূল্যায়ন করার মাধ্যমে চারটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হবে। সকল অংশগ্রহণকারীদের সনদপত্র ও টি-শার্ট দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণে অনুষ্ঠিতব্য অলিম্পিয়াডের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অবগতির জানানো যাচ্ছে যে, টি-সার্ট ও খাবারের টোকেন গ্রহণ করার জন্য সকাল ৮ টা ৩০ মিনিটে নিজ নিজ পরীক্ষা কক্ষে অবস্থান ও আসন গ্রহণ করতে হবে। পরীক্ষা চলবে সকাল ১০ টা থেকে ১১টা। পরীক্ষা শেষে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, অংশগ্রহণকারী ও অভিভাবকদের মতবিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান সবশেষে পুরষ্কার বিতরণী।২য় শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াডের আহবায়ক জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (গণিত) ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মোঃ অহেদুজ্জামান। সহকারী আহবায়ক শরীয়তপুর ম্যাথ সার্কেল এর প্রতিষ্ঠাতা সভাপতি ডি এম জাহিদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করেছেন।
গনিতকে সহজভাবে সবার কাছে তুলে ধরে গনিত শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য ২০২১ সালে শরীয়তপুর ম্যাথ সার্কেল তাদের যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০২২ সালে,”নেই কোন সংশয়, গণিত করবো জয়। গণিতের ভাষাতে রাখবো, শরীয়তপুরের পরিচয়” এই স্লোগানকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো শরীয়তপুরে গণিত অলিম্পিয়াড আয়োজন করতে যাচ্ছে ক্লাবটি।
গত বছর প্রথমবারের মতো শরীয়তপুর ম্যাথ সার্কেল এর উদ্যোগে ১ম শরীয়তপুর ম্যাথ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় এবং এতে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিলো।

সংবাদ সম্পর্কে আপনার মতামত

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.